• December 12, 2024, 5:46 am

আল-কুরআন বিভাগের উদ্যোগে ইবির প্রো-ভিসিকে সংবর্ধনা

মো. হাছান  ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া  13 Time View :
Update : Sunday, December 8, 2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর, বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি এবং সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন, প্রফেসর ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ, এবং প্রফেসর ড. মো. লোকমান হোসেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, “আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ একটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ বিভাগ। এই বিভাগের ইতিহাস ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. এয়াকুব আলী প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত।”
সংবর্ধিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী তার বক্তব্যে বলেন,” আমি ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ে একটি আল-কুরআন ইনস্টিটিউট এবং রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করতে উদ্যোগ নেব। দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।”


More News of this category