• December 25, 2024, 1:29 pm

আজ চলবে ভাবীর দোকান

Reporter's Name : 298 Time View :
Update : Thursday, June 6, 2019

শেষ হচ্ছে সংযমের দিন। একমাস সিয়াম সাধনা শেষে ঈদ উৎসবে মেতে উঠবে মুসলিম সম্প্রদায়ের সবাই। এই একটা মাস যারা দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া দাওয়া থেকে বিরত ছিলেন তারা হাঁফ ছেড়ে বাঁচবেন।

আজ ঈদ। উৎসবের প্রথম দিনেই দেখা যাবে ভাবীর হোটেল। তবে এটি সত্যি কোনো খাবার বা থাকার হোটেল নয়। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এ নামের একটি খন্ড নাটক।

শেষ হচ্ছে সংযমের দিন। একমাস সিয়াম সাধনা শেষে ঈদ উৎসবে মেতে উঠবে মুসলিম সম্প্রদায়ের সবাই। এই একটা মাস যারা দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া দাওয়া থেকে বিরত ছিলেন তারা হাঁফ ছেড়ে বাঁচবেন।

আজ ঈদ। উৎসবের প্রথম দিনেই দেখা যাবে ভাবীর হোটেল। তবে এটি সত্যি কোনো খাবার বা থাকার হোটেল নয়। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এ নামের একটি খন্ড নাটক।


More News of this category