• December 5, 2024, 9:07 am

সারিয়াকান্দিতে পাইকরতলী নূরানী হাফেজিয়া মাদরাস্ার আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 66 Time View :
Update : Saturday, November 23, 2024

বগুড়ার সারিয়াকান্দিতে মাদরাসাতুদদাওয়াহ্ আল ইসলামিয়াহ্ (পাইকরতলী নূরানী হাফেজিয়া মাদরাসা ) এর আয়োজনে গত শুক্রবার রাতে বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা যিকির অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেল বিএনপির সিনিয়র সহসভাপতিআলহাজ¦ কাজী জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেল বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল । অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুবিনুল হকজমিরি (চিশতিয়া) । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা খায়রুজ্জান খাজা,এরশাদ আলী ,আমজাদ হোসেন প্রমুখ ।


More News of this category