• June 20, 2025, 8:33 pm

বারবার গনমাধ্যমকে নিয়ন্ত্রন করার চেস্টা করা হয়েছে

বিশেষ প্রতিনিধি: 106 Time View :
Update : Saturday, May 3, 2025

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লার এর আয়োজনে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাব এডহক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।
প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ এর উত্তোরাঞ্চল প্রধান সবুর শাহ লোটাস, যুগ্ম আহবায়ক ও দৈনিক করতোয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার-রাহাত রিটু, দৈনিক বগুড়ার জহুরুল ইসলাম, এশিয়ান এজের মোঃ মামুন-উর-রশিদ, দৈনিক নিউনেশনে ফেরদৌসুর রহমান, রায়হাবুল ইসলাম রানা প্রমুখ।
বক্তাগন, সংবাদ পথের মুক্ত বিচোরন এবং স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরী করার জোর দাবী জানান। এক্ষেত্রে  যেন সাংবাদিক ও সম্পাদকদের ওর কোন প্রকার  রাজনৈতিক হস্তক্ষেপ না হয় এটাই কামনা করেন।  সেক্ষেত্রে মিডিয়া হাউজের মালিকরা যেন সাংবাদিক বান্ধব হন এবং কোনো ভাবেই যেনো ফ্যাসিস্টরা সংবাদ মাধ্যমে কোন প্রকার হস্তক্ষেপ করতে না পারে এই প্রত্যাশায়ই করেন সবাই।


More News of this category