• January 22, 2025, 6:43 am

বগুড়ায় সেরা নারী ক্যাটাগরিতে কৃষি পুরস্কার ২০২৪ বিজয়ীকে সম্বর্ধনা প্রদান

বিশেষ প্রতিনিধিঃ 67 Time View :
Update : Thursday, January 9, 2025

গত বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত আর এম ফুড কর্নার এর প্রোঃ জনাব মাসুমা আক্তার অর্থ-কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য কৃষিতে সেরা নারী ক্যাটাগরিতে সিটি গ্রুপ-প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪ এ ভূষিত হওয়ায় ব্যাংকার্স ক্লাব,বগুড়ার পক্ষ হতে সম্বর্ধনা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাব বগুড়ার সভাপতি মনোজ কুমার হাওলাদার উপস্হিত ছিলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মাসুমার মতো নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে আসা দরকার। এমন সাহসী নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে যেসকল অন্তরায় রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে নিরসন করার জন্য জেলাস্থ সকল ব্যাংকের নির্বাহীদের নির্দেশনা প্রদান করেন।


More News of this category