• December 26, 2024, 10:25 pm

দল-ধর্ম যার যার, বাংলাদেশ সবার -ডা: শফিকুর রহমান

বগুড়া অফিস :: 87 Time View :
Update : Saturday, October 26, 2024

ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন তারুণ্য নির্ভর মানবিক বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আমীরে জামায়াত জননেতা ডা: শফিকুর রহমান বলেছেন, দল-ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার। শনিবার বিকেলে বগুড়া শহর ও জেলা জামায়াত আয়োজিত ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অন্যায় ভাবে ছিনিয়ে নেওয়া জামায়াতের নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আমীরে জামায়াত বলেছেন, আমরা যাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি, সেইসব শহীদ এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা করা এখন আমাদের প্রথম এবং নৈতিক দায়িত্ব। এজন্য দল-মত ধর্ম নির্বিশেষে সকল শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছি আমরা। এখন আহতদের সুচিকিৎসার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।

বগুড়া শহর জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিতে ও অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক,মাওলানা মানছুরুর রহমান এবং মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সূধীসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয়সহ-সভাপতি গোলাম রব্বানী।

বগুড়ায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের বগুড়া অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমীর শাহিনুর আলম, বগুড়াপূর্ব জেলা আমীর অধ্যাপক নাজিম উদ্দীন, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, বগুড়া জেলা পশ্চিমের নায়েবে আমীর আব্দুল হাকীম সরকার, বগুড়া জেলাপূর্ব জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ,শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অর্ধাপক আব্দুল মতিন, বগুড়া শহর সভাপতি আজগার আলী,ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয়ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক, বগুড়া শহর শিবিরের সভাপতি রেজওয়ান ইসলাম, বগুড়া পূর্ব জেলা শিবিরের সভাপতি জোবায়ের আহমেদ,পশ্চিম জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিারসহঅন্যান্য নেতৃবৃন্দ।


More News of this category