• December 5, 2024, 10:44 am

দুপচাঁচিয়া আদমদিঘীবাসি তারুণ্য নেতৃত্বের স্বপ্ন দেখছেন

এমদাদুল হক, বগুড়া 651 Time View :
Update : Sunday, October 13, 2024

বগুড়া দুপচাঁচিয়া ও আদমদিঘীবাসি তারুণ্য নেতৃত্বে স্বপ্ন দেখছেন । এলাকার আপামোর জনসাধারণের পাশাাশি তরুণ সমাজ জেগেছে একটা নতুন সংস্কারের সন্ধানে। নতুন ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে বলিয়ান দুপচাঁচিয়া উপজেলায় জন্মগ্রহনকারি বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শহড় বিএনপি’র সংগ্রামী সভাপতি এ্যাড. মো. হামিদুল হক চৌধুরী হিরু জনগণের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে  নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপির দু:সময়ে জেলা বিএনপিতে দায়িত্ব গ্রহন করে বিএনপিকে করেছেন সুসংগঠিত । সমুন্নত করে রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের লালিত স্বপ্ন।

দার্শনিক জর্জ বার্নাড শ-এর কথাতে বলতে হয়, ‘নতুন কিছু করাই তরুণদের ধর্ম।’ সত্যিই তরুণ মেধাবীরা রাজনীতিতে না আসলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। কল্যাণকর রাজনীতির চর্চায় তরুণেরা নেতৃত্ব দিতে চায়। একটি অসাপ্রদায়িক বাংলাদেশ গঠন ও কার্যকর গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে এবং রাজনীতিতে ইতিবাচক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্বের অংশ নেয়া সবার আগে জরুরি।

রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন যদি তরুণদের নানা কর্মকান্ডের সাথে যুক্ত হতে না দেওয়া হয় আগামি সৎ নেতৃত্বের সংকটময় অবস্থায় অসাধুদের দখলে চলে যাবে। শাসকগোষ্ঠীরা বা কিছু নীতিনির্ধারকেরা চায় না এ দেশের শিক্ষিত তরুণ-তরুণীরা রাজনীতিতে আসুক! কেননা পরিবর্তনকে অনেকে ভয় পায়।তরুণদের চেতনায় রাজনীতিতে পরমতসহিষ্ণুতা, সহনশীলতা জাতির ভিত্তি। হোক সেটা জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা অন্য কোনো বিষয়ে।

দিন দিন রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। স্বার্থের রাজনীতি দৃশ্যমান। কিন্তু বাস্তবতা হলো, সমাজ যখন রাজনৈতিকভাবে অসচেতন হয়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য কখনো শুভ হতে পারে না। এই তরুণদেরকেই এখন সব অন্যায়ের প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে অবস্থান নিয়ে কাজ করতে হবে। সংস্কৃতির বিকাশ সাধন এবং উন্নয়ন স্থায়ী করতে হলে রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। আর এ দায়িত্ব সকলকেই নিতে হবে।

গত আগষ্ট মাসে বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনে মৃত্যু হয় অনেকের। এরপরেই হাসিনার পদত্যাগের মধ্যদিয়ে সুচিত হয়েছে দুর্ণীতিমুক্ত বাংলা গঠনের। ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রাজনৈতিক অবস্থা ফিরে আনার কাজ করছেন।

দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি প্রখ্যাত সাংবাদিক মো. গোলাম ফারুক বলেন রাজনীতিতে নীতিহীনতা, গণতান্ত্রিক চর্চার অভাব, ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব, দুর্নীতিবাজদের প্রশ্রয়, সহনশীলতার অভাব ও ধ্বংসাত্মক কার্যকলাপ এসব কিছু বন্ধ বা ধ্বংস করতে পারে তরুণ নেতৃত্বগুণ। রাজনীতিতে গুণগত ও ইতিবাচক পরিবর্তনে এবং দেশের মানুষের আশা-আকাঙ্খা অর্জনে এখন তরুণ নেতৃত্ব আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তরুণেরা এখন ভবিষ্যৎ নয়, তরুণেরা জাতির বর্তমান হতে চায়। এখন তারা দেশের জন্য কিছু করতে চায়।

দুপচাঁচিয়া ও আদমদিঘীর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলেন এ্যাড. মো. হামিদুল হক চৌধুরী হিরু’র নেতৃত্বে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।

এ্যাড. মো. হামিদুল হক চৌধুরী হিরু বলেন তাদের মূল লক্ষ্য শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের স্বপ্নপুরনে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।  শেখ হাসিনার ফ্যাসিবাদ ও স্বৈরাচারি শাসনামলে জনগণকে যুলুম থেকে  মুক্ত করতে দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করে একটি সুখি ও সমৃদ্ধ সমাজ গড়ার  চেষ্টা করছি ।


More News of this category