ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে।
রোববার (২৭ অক্টোবর) ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) মাজিবুল আলম জানান, খবর পেয়ে ফজলুল হক হলের গেটের পাশে ফুটপাত থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই থাকতো। কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
তিনি জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গেই পাঠানো হয়েছে।