• December 5, 2024, 10:36 am

চাঁপাইনবাবগঞ্জে জেলা ও দায়রা জজসহ তিন বিচারকের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : 110 Time View :
Update : Wednesday, September 4, 2024

চাঁপাইনবাবগঞ্জ’র জেলা ও দায়রা জজসহ ৩ বিচারককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংর্বধিত অতিথিরা হলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী (নতুন কর্মস্থল লালমনিরহাট), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর (নতুন কর্মস্থল ঠাকুরগাঁও) ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু কাহার (নতুন কর্মস্থল বগুড়া)।
চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নরেশ চন্দ্র সরকার -এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা জজ মো. রবিউল ইসলাম, যুগ্ন জেলা ও দায়রা জজ গোপাল চন্দ্র রায়, যুগ্ন দায়রা জজ ১ম আদালতের পেশকার মোক্তার আলী, স্টেনো টাইপিস্ট সেলিম মাহফুদ, নাজির ওবাইদুর রহমান।
বক্তারা বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। এসময় আদালতের বিচারক মন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিচার বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী তিন বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন সানাউল্লাহ এবং গীতা পাঠ করেন রঞ্জন কুমার ঘোষ।


More News of this category