একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন। বিএনপির প্রার্থী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি।
ছোটবেলায় বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে গিয়ে কাদার মধ্যে পড়ে গিয়েছিলেন মোশাররফ। তখন তার বাবা পানি দিয়ে কাদা পরিষ্কার করে ওই ভেজা অবস্থায়ই নিয়ে গিয়েছিলেন ঈদের নামাজ পড়তে। যা তার ছোট বেলার ঈদগুলোর মধ্যে স্মরণীয় ঘটনা। মোশাররফ যেখানে কাদার মধ্যে পড়ে গিয়েছিলেন এখন সেখানে পাকা রাস্তা হয়েছে। এমপি হয়ে এবার সেই রাস্তায় বরাদ্দও দিয়েছেন তিনি। এবার ঈদকে ঘিরে তার যেসব পরিকল্পনা রয়েছে তা তিনি জাগো নিউজকেও জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন। বিএনপির প্রার্থী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি।
ছোটবেলায় বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে গিয়ে কাদার মধ্যে পড়ে গিয়েছিলেন মোশাররফ। তখন তার বাবা পানি দিয়ে কাদা পরিষ্কার করে ওই ভেজা অবস্থায়ই নিয়ে গিয়েছিলেন ঈদের নামাজ পড়তে। যা তার ছোট বেলার ঈদগুলোর মধ্যে স্মরণীয় ঘটনা। মোশাররফ যেখানে কাদার মধ্যে পড়ে গিয়েছিলেন এখন সেখানে পাকা রাস্তা হয়েছে। এমপি হয়ে এবার সেই রাস্তায় বরাদ্দও দিয়েছেন তিনি। এবার ঈদকে ঘিরে তার যেসব পরিকল্পনা রয়েছে তা তিনি জাগো নিউজকেও জানিয়েছেন।