• January 14, 2025, 7:56 am

আবু সাঈদ হত্যা মামলায় ২১ পুলিশ সদস্য গ্রেফতার: আইজিপি

বিশেষ প্রতিনিধিঃ 88 Time View :
Update : Saturday, October 26, 2024

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুরে সাংবাদিকদের এ তথ্য জানা তিনি। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন আইজিপি।

বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। পরে আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মো. ময়নুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


More News of this category