• January 17, 2025, 1:46 am

অ্যাপলের পণ্য বর্জনের ডাক চীনে

Reporter's Name : 337 Time View :
Update : Monday, June 3, 2019

বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুয়াওয়েকে নানাভাবে থামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমনকি তার প্রধান অর্থ কর্মকর্তাকে কানাডায় গ্রেফতারও করিয়েছে তারা। তখন অ্যাপলের পণ্য বর্জন করতে শুরু করেছিল চীনারা। এবারও চীনে অ্যাপলের পণ্য বর্জন করার ডাক উঠল। তবে এবার কারণটা সম্পূর্ণ আলাদা।

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিনা কোম্পানি হুহাওয়ের সঙ্গে হার্ডওয়্যার, সফটওয়্যার লেনদেন বন্ধ করেছে গুগলের পেরেন্ট কোম্পানি আলপাবাট।

বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুয়াওয়েকে নানাভাবে থামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমনকি তার প্রধান অর্থ কর্মকর্তাকে কানাডায় গ্রেফতারও করিয়েছে তারা। তখন অ্যাপলের পণ্য বর্জন করতে শুরু করেছিল চীনারা। এবারও চীনে অ্যাপলের পণ্য বর্জন করার ডাক উঠল। তবে এবার কারণটা সম্পূর্ণ আলাদা।

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিনা কোম্পানি হুহাওয়ের সঙ্গে হার্ডওয়্যার, সফটওয়্যার লেনদেন বন্ধ করেছে গুগলের পেরেন্ট কোম্পানি আলপাবাট।


More News of this category